টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে আনিসুর রহমান (১৪) ও লিমা আক্তার (১৪) নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে ওই শিক্ষার্থীদের বাড়িতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আনিসুর রহমান উপজেলার খড়ক গ্রামের আব্দুস সালাম মণ্ডলের ছেলে ও লিমা আক্তার পৌর এলাকার বেতুয়া পৌলশিয়া গ্রামের মোকলেসুর রহমানের মেয়ে।
আনিসুর রহমান উপজেলার দড়িপাড়া নিকলা উচ্চ বিদ্যালয় ও লিমা আক্তার টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, বিকেলে ঝড় হাওয়ার সাথে সাথে বৃষ্টি হওয়ায় সময় দুই শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বাড়িতেই ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
বিডি-প্রতিদিন/ ১৩ মে ১৬/ সালাহ উদ্দীন