পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার কারণে পাহাড়ের জুম্মজাতি সংকটাপন্ন পরিস্থিতির মুখোমুখি রয়েছে বলে মন্তব্য করেছেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
তিনি বলেন, পার্বত্যাঞ্চলের জুম্মজাতির অস্তিত্ব ধংস করতে শাসক-শোষকগোষ্ঠীর বিভিন্ন ষড়যন্ত্রে শেষ নেই। গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বলেছিলেন পার্বত্য চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা পূর্ণবাস্তবায়ন করা হয়েছে। যা অসত্য ও বিভ্রান্তমূলক। মূলত পার্বত্য চুক্তির দুই-তৃতীয়াংশ এখনো অবাস্তবায়িত অবস্থায় রয়েছে। তাছাড়া সরকার চুক্তি মৌলিক বিষয়গুলো বাস্তবায়নে কোন পদক্ষেপগ্রহণ না করে, চুক্তি বিরোধী কার্যক্রম গ্রহণ করে চলেছে। যা পার্বত্যাঞ্চলে সমস্যাকে আরও জটিল করে তুলছে।
শুক্রবার দুপুর ১২টায় রাঙামাটি জিমনেশিয়াম মাঠে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর ২১তম কেন্দ্রীয় সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সন্তু লারমা এসব কথা বলেন।
রাঙামাটি পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সভাপতি বাচ্চু চাকমার সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিষয়ক সহকারী অধ্যাপক মহিউদ্দিন মাহিম, পার্বত্য চট্টগ্রমা আঞ্চলিক পরিষদের সদস্য মাধবী লতা চাকমা, বান্দরবান রুয়াং ছড়ির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেমং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও জেএসএস সদস্য উদয়ন ত্রিপুরা, শিশির চাকমা প্রমুখ।
এর আগে সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২১তম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আলোচনা শেষে পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে রাঙামাটি শহরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমনেশিয়াম মাঠে গিয়ে শেষ হয়।
বিডি-প্রতিদিন/ ২০ মে ১৬/ সালাহ উদ্দীন