নাটোরের সিংড়া থানার একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামী মুকুল হোসেন (৩৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ইউপি নির্বাচনে হেরে তিনি এ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
আজ দুপুর আড়াই টার দিকে সিংড়া থানা পুলিশ নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করে। সে উপজেলার বড় চৌগ্রামের আজাহার আলীর ছেলে।
সিংড়া থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিংড়া থানার তৎকালীন এসআই আমজাদ হত্যা মামলার আসামী মুকুল হোসেন চৌগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়ে নিজের জীবনের পরিবর্তন ঘটাতে চেয়েছিলেন। কিন্তু গত শনিবারের নির্বাচনে হেরে সোমবার নিজের জীবন বিসর্জন দিয়ে নির্বাচনের খারাপ ফলাফলের গ্লানি ঢাকলেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল জানান, নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৬/ হিমেল-০৯