নাটোরে সদ্য নিয়োগ পাওয়া ৩৬ জন বিসিএস কর্মকর্তা ও নাটোর পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের ১০ জন কৃতি ছাত্রদের সংবর্ধনা দিয়েছে নাটোর জেলা কমিউনিটি পুলিশ।
আজ বিকালে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবাব সিরাজ উদ দৌল সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল কুদ্দুস মৃধা, নাটোরের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাটোর জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম।
এর আগে সকালে একই মিলনায়তনে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত ২৫৬ জন শিক্ষার্থীকে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৬/ হিমেল-১০