মুন্সীগঞ্জের শ্রীনগরে একই সাথে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বেলা বারটার দিকে উপজেলার দক্ষিন কামারগাও মাঠপাড়া এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঐ গ্রামের শওকত শেখের ছেলে শাহেদ (৬) ও শাহিন শেখের ছেলে আবীর (৫) খেলতে গিয়ে পার্শ্ববর্তী জমিতে জমে থাকা পানিতে পড়ে যায়। পরে ওই পানিতে আবীরকে ভাসতে দেখে তার সহপাঠী সিয়াম দৌড়ে গিয়ে বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন ছুটে এসে প্রথমে আবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এর বিশ মিনিট পর শাহেদের নিথর দেহও ভেসে উঠে। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত বলে ঘোষণা করে।
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শাহেদ (৬) দক্ষিন কামারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র এবং আবির (৫) টেক্সাস কিন্ডার গার্টেনের শিশু শ্রেণীর ছাত্র। আজ স্কুল থেকে ফিরেই তারা এক সাথে খেলতে যায় এবং তাদের এ মর্মান্তিক মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৬/ হিমেল-১৩