বাসাইলের কাউলজানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিজয় মিছিলে বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। আজ বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম (৩০) কাউলজানী চর পাড়া এলাকার বছির মিয়ার ছেলে। রবিউল ইসলাম পেশায় সিএনজি চালিত অটোরিক্সার চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জনায়, নিহত ওই ব্যক্তি নব-নির্বাচিত কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি চৌধুরীর বিজয় মিছিলে যোগ দেয়। এক পর্যায়ে মিছিলটি কাউলজানী চরপাড়া এলাকায় পৌঁছালে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। এরই এক পর্যায়ে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে রবিউল ঘটনাস্থলেই নিহত হয়। কাউলজানী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান হবি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৬/ হিমেল-১৪