যৌতুক না দেয়ায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নার্গিস আক্তার (২৮) নামের এক গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। রবিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই মো: তারেক ও ফুপাতো ভাই ছালাউদ্দিন জানান, গত ৬ বৎসর আগে কাদিরপুর ইউনিয়নের আবুল বাশার মোল্লার মেয়ে নার্গিস আক্তারের সাথে পার্শ্ববর্তী দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মহি উদ্দিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে গৃহবধূ নার্গিসের উপর চলে দফায় দফায় নির্যাতন। গত ১ মাস আগে স্বামী ও তার পরিবারের সদস্যরা নার্গিসের কাছে ১০ লক্ষ টাকা যৌতুক দাবী করেন। যৌতুক দিতে অস্বীকার করায় নার্গিসের উপর চলে নির্যাতন। এরই জের ধরে রবিবার রাতে স্বামী, ননদ ও ভাগিনাসহ একজোট হয়ে নার্গিসকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে মুখে বিষ ঢেলে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয় বলে দাবি করেন তারেক। এরআগে গৃহবধূ নার্গিস রবিবার রাত ১১টার দিকে নির্যাতনের সর্বশেষ ঘটনাগুলো ঢাকায় তার এক দুলাভাইকে মোবাইলে জানায়।
বেগমগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, গৃহবধূর মৃত্যুর ঘটনাটি বির্তকীত হওয়ায় ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৬/ হিমেল-১৮