সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিকুটা হাওরে নৌকাডুবিতে তুষ্টি সেন সরকার (৫) ও তুষার সেন সরকার (২) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় দিরাই উপজেলার কালিকুটা হাওর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা শাল্লা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিশ হেমসেন সরকারের সন্তান।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, সোমবার দুপুর ১টার দিকে শাল্লা থেকে হেমসেন সরকার স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি ইঞ্জিনচালিত ছোট নৌকায় করে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কুড়িবলনপুর গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে দিরাই উপজেলার কালিকুটা হাওরে পৌঁছলে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় হাওরে থাকা জেলে হেমসেন সরকার ও তার স্ত্রীকে উদ্ধার করলেও তাদের দুই সন্তান তুষ্টি সেন সরকার ও তুষার সেন সরকার ডুবে যায়। পরে স্থানীয় হাওরপাড়ের লোকদের সহায়তায় সন্ধ্যায় শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ৩০ মে ১৬/ সালাহ উদ্দীন