ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু হয়েছে। আজ বিকালে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।
নিহতরা হলেন- মহেশপুর উপজেলার নলপাতুয়া গ্রামের আবু সিদ্দিকের স্ত্রী শুকুরজান বেগম (৩৫) ও একই উপজেলার নস্তি গ্রামের অরবিন্দু হালদারের ছেলে প্রশান্ত কুমার হালদার (১৪)। সে জলিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। এছাড়া আহতরা হলেন, নলপাতুয়া গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে শান্তা (১৪) ও রাহেল বক্সের স্ত্রী ময়না খাতুন (৬০)।
আহতদের প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে মহেশপুর উপজেলার নস্তি গ্রামে ঘরের বারান্দায় বসে থাকার সময় বজ্রপাতে প্রশান্ত কুমারের মৃত্যু হয়। এ সময় প্রশান্ত কুমারের বাবা অরবিন্দ কুমারও আহত হন। একই সময় পাশের নলপাতুড়িয়া গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় শুকুরজান বেগমের। এ সময় ময়না খাতুন নামে একই পরিবারের আরেক নারী আহত হন।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান জানান, খবর পেয়েছি বজ্রপাতে মহেশপুরে দুইজন মারা গেছেন।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৬/ হিমেল-১৯