ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মাসুদুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) দুপুরে নগরীর বাঘমারা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
পরে সন্ধ্যায় তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
নিহত মাসুদ স্থানীয় শক্তি ফাউন্ডেশন নামে একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি এলাকায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, মোবাইলে কথা বলতে বলতে রেলক্রসিং পার হচ্ছিলেন মাসুদ। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সরিবাড়িগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বিডি-প্রতিদিন/ ৩০ মে ১৬/ সালাহ উদ্দীন