যশোরের শার্শার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে উপজেলার শাড়াতলা বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান জানান, আওয়ামী লীগের অফিসটি নৌকা প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক বকুলের নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। রাত ৯টার দিকে অজ্ঞাতরা এসে বোমা নিক্ষেপ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না হলেও অফিস কিছুটা ঝলসে গেছে।
গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবুল আকতার বলেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এলাকায় আতঙ্ক ছড়াতেই এ বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ৩১ মে ২০১৬/ হিমেল-০৭