বাগেরহাটে বিশ্ব মাসিককালীন স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন-উল-হাসান এর নেতৃত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিতে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সমীর কান্তি গুহ, বেসরকারী সংগঠন প্রাকটিকাল এ্যাকশন বাংলাদেশের কোঅর্ডিনেটর স্বপন কুমার, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক ঝিমি মন্ডল, আল-আমিন সরদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানটির আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা প্রাকটিকাল এ্যাকশন বাংলাদেশ ও সুপ্তি মহিলা মহিলা উন্নয়ন সংস্থা।
বিডি প্রতিদিন/ ৩১ মে ২০১৬/ হিমেল-১১