নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের চাপায় হেকমত আলী (৫৬) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় জরিনা বেগম নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাঞ্চন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম।
নিহত হেকমত আলী উপজেলার কেরাব এলাকার মৃত ছায়েদ আলীর ছেলে এবং আহত জরিনা বেগম পিতলগঞ্জ এলাকার ওমর দেওয়ানের স্ত্রী। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই খায়রুল ইসলাম জানান, সোমবার সকাল ১০টার দিকে হেকমত আলী অটোরিকশায় যাত্রী নিয়ে লোকাল সড়ক দিয়ে কাঞ্চন বাজার থেকে কেরাব যাচ্ছিলেন।
পথে চরপাড়া এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক পারাপারের সময় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হেকমত আলীর মৃত্যু হয় এবং অটোরিকশা যাত্রী জরিনা বেগম গুরুতর আহত হন।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৬/মাহবুব