সিরাজগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলায় তাকে আটক করা হয়েছে।
আজ ভোরে সদর উপজেলার ফুলবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ী মহল্লার মোশারফ হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম জানান, তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও নাশকতাসহ ৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বিডি প্রতিদিন/ ৩১ মে ২০১৬/ হিমেল-১৩