বরগুনার তালতলীতে আলোচিত শিশু রবিউল (১১) হত্যা মামলায় একমাত্র আসামি মো. মিরাজের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকালে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মাদ আবু তাহের এ আদেশ দেন।
এর আগে, গত বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই মামলাটির রায় ঘোষণার দিন ধার্য থাকলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে তা পিছিয়ে বুধবার নতুন দিন ধার্য করা হয়।
২৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও মামলার বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ৯ মাস ২২ দিন পর এ রায় ঘোষণা করা হয়।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আখতারুজ্জামান বাহাদুর ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সাইফুর রহমান সোহাগ।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ আগস্ট রাতে মাছ চুরির অভিযোগে বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া গ্রামে ১১ বছরের শিশু রবিউলকে চোখ উৎপাটন করে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরের দিন সকালে পার্শ্ববর্তী লকরার খালে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় রবিউলের বাবা দুলাল মৃধা প্রতিবেশী মিরাজসহ চারজনকে আসামি করে তালতলী থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৬/মাহবুব