নেত্রকোনার মদনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসনা আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে মদন পৌর সভার জাহাঙ্গীরপুর আঞ্জীবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসনা আক্তার আশ্রাফ মিয়ার স্ত্রী।
এলাকাবাসী ও হাসপাতাল সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আশ্রাফ মিয়ার স্ত্রী হাসনা আক্তার নিজ ঘরের কাজ শেষে তার স্বামীর বড় ভাই (ভাশুর) জালাল মিয়ার ঘর লেপা পুছার কাজ দেখতে যান। এসময় ঘরের ভিতরে থাকা বিদ্যুতে চালিত অটো রিক্সার ব্যাটারী চার্জ দেয়ার সময় ব্যাটারীর তার লিক করে টিনের বেড়া বিদ্যুতায়ন হয়ে পড়ে। তখন ঘরের সাথে হেলান দিয়ে দাঁড়াতেই হাসনা আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মদন থানার ওসি মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ আসেনি।
বিডি-প্রতিদিন/ ৩১ মে ১৬/ সালাহ উদ্দীন