কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ আব্দুর রহমান (২৫) নামে এক মিয়ানমার নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেফতারকৃত আব্দুর রহমান মিয়ারমার মংডু দলিয়াপাড়া শুয়াদং এলাকার আশু আলীর ছেলে।
২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদ জানায়, সোমবার রাতে দমদমিয়া বিওপি চৌকির হাবিলদার মোঃ গফুর মিয়ার নেতৃত্বে জওয়ানরা বরইতলী চেকপোস্টে সন্দেহ জনক একটি অটোরিক্সায় তল্লাশি চালায়। এসময় ১৪৯০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৪৭ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মিয়ারমার বর্ডার পাস (নম্বর-২১৬৩), একটি মোবাইল সেট ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
এছাড়া উদ্ধারকৃত ইয়াবা ও মালামালসহ গ্রেফতারকৃত মিয়ানমারের নাগরিককে থানায় হস্তান্তর করে মাদক ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/ ৩১ মে ২০১৬/ হিমেল-১৬