হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জে যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরের দিকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ মোরশেদ আলম এ নির্দেশ দেন। এরা হলেন, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক ও পৌর এলাকার মাছুমপুর মহল্লর আব্দুল মান্নানের ছেলে মিদুল হোসেন (৪০) ও ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি এবং কোবদাসপাড়া মহল্লার আহমেদ আলীর ছেলে রাজু আহম্মেদ (৩০)।
এর আগে সোমবার রাতে শহরের মাছুমপুর ও কোবদাসপাড়া থেকে দুজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে সহকারী উপ-পরিদর্শক মাসুদ রানা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ ৩১ মে ২০১৬/ হিমেল-১৯