“মূলধারার জীববৈচিত্র্য: চাই মানুষের টেকসই জীবিকায়ন” এ প্রতিপাদ্য নিয়ে টেকনাফে আর্ন্তজাতকি জীববচৈত্র্যি দিবস, ২০১৬ পালিত হয়েছে। নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) ও ক্রেল প্রবল্পের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র্যালি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষণি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবালের সভাপতিত্বে জীববচৈত্র্যি সংরক্ষণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রেল প্রকল্পের কমিনিউকেশন অফিসার বিশ্বজিৎ সেন, টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, ক্রেল প্রকল্পের এন আর এম ফ্যাসিলেটর নজরুল ইসলাম চৌধুরী, শুভেচছা বক্তব্য রাখেন ক্রেল প্রকল্পের এন আর এম ফ্যাসিলেটর নাজমুল আবেদীন। পরে স্কুল শিক্ষার্থীদেরকে নিয়ে পাখি শনাক্তকরণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩১ মে, ২০১৬/ আফরোজ