সিরাজগঞ্জের কামারখন্দে অ্যানথ্র্যাক্স আক্রান্ত গরু জবাই করে বিক্রির দায়ে রবিউল ইসলাম (৪২) নামে এক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার সন্ধ্যার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানা এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত গরু ব্যবসায়ী রবিউল ইসলাম কামারখন্দ গ্রামের শামসুল ইসলামের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানা জানান, কামারখন্দ হাটে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। জবাই করার গরুর মাংস পরীক্ষার পর জানা যায় তাতে অ্যানথ্র্যাক্সের জীবাণু রয়েছে। পরে গরু ব্যবসায়ী রবিউলকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয় এবং মাংসগুলো মাটিতে গর্ত করে পুঁতে রাখা হয়।
প্রসঙ্গত, মাত্র দুই মাসের ব্যবধানে কামারখন্দ-উল্লাপাড়া ও শাহজাদপুরে অ্যানথ্র্যাক্স আক্রান্ত গরু-ছাগল জবাই করে অল্প দামে মাংস ভাগাভাগি করে নেয়ায় অনন্ত ৯০ জন নারী-পুরুষ-শিশু অ্যানথ্র্যাক্স রোগে আক্রান্ত হয়।
বিডি-প্রতিদিন/ ৩১ মে, ২০১৬/ আফরোজ