নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ বজ্রপাতে বাবা-মা ও তাদের শিশু সন্তানসহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বি।
নিহতরা হলেন কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাইদুল হক(৩৫), তার স্ত্রী লাইজু (২৫) এবং তাদের দুই বছরের শিশু সন্তান হিমেল।
ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান, এস এ পরিবহণের কর্মী সাইদুল হক মোটর সাইকেলযোগে স্ত্রী ও ছেলেকে সাথে নিয়ে চর ফকিরা ইউনিয়নে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বৃষ্টি নামলে মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একটি বাড়িতে আশ্রয় নিতে যাওয়ার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ চর ফকিরায় সাইদুল হকের শ্বশুর বাড়িতে নেওয়া হয়েছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৬/মাহবুব