দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল করতে সহায়তা করার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলায় পাঁচ মাদ্রাসা শিক্ষকের মাসিক বেতন(এমপিও) স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব নুসরাত জাবিন বানু স্বাক্ষরিত এক অফিস আদেশে গত সপ্তাহে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এমপিও স্থগিত হওয়া পাঁচ শিক্ষক হলেন- কালিহাতা মাদ্রাসার অধ্যক্ষ মো. মুক্তার হোসেন, শাকরাল আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. ইব্রাহিম, একই মাদ্রাসার সহকারী শিক্ষক মো. রমিজউদ্দিন, মো. রফিকুল ইসলাম ও মো. ওমর ফারুক।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি দাখিল পরীক্ষা চলাকালে উজিরপুর কেন্দ্রে ওই পাঁচ শিক্ষক পরীক্ষার্থীদের নকল সরবরাহের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ধরা পড়েন। তাৎক্ষণিক তাদের পরীক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠান তিনি। সেই সুপারিশের আলোকে শিক্ষা মন্ত্রনালয় গত সপ্তাহে ওই পাঁচ শিক্ষকের এমপিও স্থগিত করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ