কুমিল্লার চৌদ্দগ্রামে মঙ্গলবার দুপুরে শাহ আলম নামের মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন তার বাবা। পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে তাকে ১০ মাস ১০ দিনের সাজা দেয়। সাজাপ্রাপ্ত শাহ আলম উপজেলা শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহ আলম (৩৬) মাদকাসক্ত হয়ে পরিবারের লোকজনের উপর অত্যাচার করে আসছিল। এতে অতীষ্ঠ হয়ে মঙ্গলবার তার পিতা সোনা মিয়াসহ স্থানীয় লোকজন শাহ আলমকে পুলিশের নিকট সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ মাসের ১০ দিনের সাজা দেয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ