সিরাজগঞ্জ জেলার সলঙ্গার দবিরগঞ্জ বাজার এলাকায় অজ্ঞাত এক পিকআপ ভ্যানের চাপায় জহরুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা গ্রামের মকরম আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, মোটর সাইকেলযোগে আম ও দুধ কিনতে দবিরগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন জহুরুল ইসলাম। মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত এক পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/০১ জুন, ২০১৬/মাহবুব