দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে মো. আবু রায়হান (২৫) নামে ওই মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঘোড়াঘাট পৌর শহরের টিএনটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু রায়হান ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার এসআই মো. দুলাল হোসেন জানান, মঙ্গলবার রাত আনুমানিক ২টার সময় একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঘোড়াঘাট হতে বগুড়া যাচ্ছিল। পথিমধ্যে মাইক্রোবাসটি সংযোগ সড়ক হতে দিনাজপুর-ঢাকা মহাসড়কের উঠার সময় ঘোড়াঘাট পৌর শহরের টিনটি মোড়ে দিনাজপুর হতে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মো. আবু রায়হানকে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ওসি মো. নুরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০১ জুন, ২০১৬/মাহবুব