রাজশাহীতে ছেলের সঙ্গে অভিমান করে সেকেন্দার আলী (৬৫) নামে এক বৃদ্ধ বাবা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার সদর পৌরসভার বাজুবাঘা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, মঙ্গলবার তারাবির নামাজ পড়ে বাড়িতে যান সেকেন্দার আলী। কিন্তু রাতের খাবার খেতে দেওয়া নিয়ে তার স্ত্রী ঝগড়া শুরু করেন। এ সময় মায়ের পক্ষ নিয়ে ছেলে টুটুল আলী বাবাকে মারধর করে খাবারের প্লেট কেড়ে নেয়। এ ঘটনায় তিনি অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যান।
বুধবার সকালে একই গ্রামের বাদশা নামের এক ব্যক্তি মাঠে যাওয়ার সময় সেকেন্দারের বাড়ি থেকে ৫০০ গজ দূরে আমগাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে যান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্টে তার শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।
কিন্তু ঘটনার পর থেকে বাবাকে মারধরের কথা অস্বীকার করেছেন ছেলে টুটুল। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ২৯ জুন ১৬/ সালাহ উদ্দীন