দিনাজপুর জেলার হাকিমপুরের হিলি সীমান্ত থেকে মাদকসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোর ৫ টায় দিনাজপুরের হিলি সীমান্তের চড়ারহাট ও ডাংগাপাড়া এলাকা থেকে মাদকসহ উক্ত মালামাল আটক করে বিজিবি।
বাসুদেবপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম জানায়, শনিবার ভোর ৫ টায় হাকিমপুর উপজেলার চড়ারহাট মোল্লার বাজার এলাকায় কয়েকজন মোটরসাইকেল আরোহীকে থামার নির্দেশ দেয় বিজিবির টহল দল। আরোহীরা বিজিবিকে দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসে।
অপরদিকে ডাংগাপাড়া ষ্টেশন এলাকা থেকে নতুন ভারতীয় হিরো বাইসাইকেল জব্দ করে বিজিবির সদস্যরা।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ফেন্সিডিল ১২৮পিচ, মটরসাইকেল ২টি ও বাইসাইকেল ১৭টি। আটক মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৫ লক্ষাধিক টাকা।
বিডি-প্রতিদিন/ ১৬ জুলাই ১৬/ সালাহ উদ্দীন