গাইবান্ধার সাদুল্যাপুরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান দোলন এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বিষ্ণুপুর গ্রামের আবুল খায়ের আকন্দের ছেলে সাজু মিয়া (৪০), খোদাবকস গ্রামের হরেন্দ্র নাথের ছেলে জিতেন্দ্র নাথ (৪৫) ও সাদুল্যাপুর গ্রামের নমেজ উদ্দিনের ছেলে আজাহার আলী (৪২)।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, দুপুরে পৃথক অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এসময় সাজুর দোকান থেকে বেশকিছু অবৈধ বিড়ির ব্যান্ডেল উদ্ধার করা হয়।
এছাড়া জিতেন্দ্র অবৈধভাবে ঘাঘট নদীতে জাল ফেলে মাছ ধরার দায়ে ও আজাহারকে দুই পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সাজুকে ছয় মাস, জিতেন্দ্রকে দুই মাস ও আজাহারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/ ১৬ জুলাই ১৬/ সালাহ উদ্দীন