জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্যের দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর দিনাজপুর জেলা কমিটি।
শনিবার সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দিনাজপুর জেলা কমিটির আয়োজনে সকাল ১১টায় দিনাজপুর বড় ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়েছে।
মানববন্ধন থেকে অবিলম্বে জঙ্গিবাদী অপতৎপরতা কঠোর হাতে দমনের আহবানসহ ৭ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।
সুজন'র দিনাজপুর জেলা কমিটির সভাপতি মোঃ বেলাল উদ্দীন শিকদার রুবেলের সভাপতিত্বে মানববন্ধন চলাকালিন সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিটির উপদেষ্টা ডাঃ মুহম্মদ শহীদুল্লাহ, মোঃ শাহাদৎ হোসেন, সম্পাদক মোঃ লোকমান হাকিম, সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান, যুগ্ম-সম্পাদক মোঃ রাহিজুর ইসলাম এবং রোভার স্কাউট সুদীপ্ত রায়।
বিডি প্রতিদিন/১৬ জুলাই ২০১৬/হিমেল-১৫