জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্য চেয়ে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল জেলা শাখা। শনিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন সুজন এর টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, সহ-সভাপতি অধ্যাপক বাদল মাহমুদ, সম্পাদক তরুণ ইউসুফ প্রমুখ।
মানববন্ধনে সুজন এর জেলা শাখার সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জঙ্গিবাদ প্রতিরোধ এবং একটি উদার, সহিষ্ণু ও বহুত্ববাদী সমাজ গড়ে তোলার প্রত্যয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় দেশের সকল অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানান। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিরাজমান সংকট থেকে বেড়িয়ে এসে বাংলাদেশকে প্রকৃত অর্থেই একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বানও জানানো হয়।
বিডি প্রতিদিন/১৬ জুলাই ২০১৬/হিমেল-১৯