তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ইউপিডিএফ’র কেন্দ্রীয় সংগঠক মিঠুন চাকমাকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
শনিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে হাজির করা হয় মিঠুন চাকমাকে। পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
মামলার তদন্ত কর্মকর্তা খাগড়াছড়ি সদর থানার এসআই আব্দুল্লাহ-আল-মাসুদ রিমান্ড মঞ্জুরের কথা স্বীকার করে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে উস্কানীমুলক ও মিথ্যা লেখা, আপত্তিকর ছবি এবং ভিডিও পোষ্ট করে সাম্প্রদায়িক উস্কানী দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মিঠুন চাকমার বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় তাকে তিন দিনের রিমান্ডে আনা হয়।
উল্লেখ্য গত ১১ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাগড়াছড়ির মহিলা কলেজ সড়ক এর একটি বাড়ি থেকে মিঠুনকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/১৬ জুলাই ২০১৬/হিমেল-২৩