লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তারেক হোসেন (৩৮) নামে ১১ মামলার আসামি এক যুবক নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থাল থেকে দেশীয় একটি এলজি ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ।
রবিবার ভোর রাতে সদর উপজেলার পার্বতীনগরে এ ঘটনা ঘটে বলে জানান লক্ষ্মীপুরের পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন।
নিহত তারেক সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দক্ষিন মকর্দজ গ্রামের শুক্কর আলীর ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আহত পুলিশ সদস্যদের একই হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তারা হলেন, পুলিশ কনস্টেবল মহিন উদ্দিন, হেলাল চৌধুরী, মাইন উদ্দিন, সালাহ উদ্দিন।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন জানান, তারেক উদ্দিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনসহ ১১টি মামলা রয়েছে। পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে তারেক হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়, আহত হন ৪ পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
হাসপাতাল প্রাঙ্গণে নিহতের কোন স্বজনকে খোঁজ করে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।
বিডি-প্রতিদিন/১৭ জুলাই, ২০১৬/মাহবুব