গাইবান্ধায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মীসহ বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকাল থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলা পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত আশাদুজ্জামান আসাদ।
তিনি বলেন, জেলার সুন্দরগঞ্জ থেকে নাশকতার মামলায় জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকি সাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি, মাদক, ডাকাতি ও ছিনতাই মামলার আরও পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফারুক হোসেন।
বিডি-প্রতিদিন/১৭ জুলাই, ২০১৬/মাহবুব