লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাইল্লার পোল এলাকায় একটি মালবাহী ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন। তবে তার পরিচয় জানাতে পারেনি তিনি।
জানা গেছে, চিংড়ি বোঝাই একটি ট্রাক চাঁদপুর থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল। পথে রায়পুরের খাইল্লার পোল এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান।
বিডি-প্রতিদিন/১৭ জুলাই, ২০১৬/মাহবুব