চুয়াডাঙ্গার জীবননগরে বাউল তরিকাপন্থী এক সাধু গুরুর আস্তানায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় সাধু ভক্ত (আশেকান) দুই নারীসহ ৩ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার একতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঝিনাইদহের ভবানীপুর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী রশিদা বেগম (৬০), কুষ্টিয়ার পোড়াদহ গ্রামের আব্দুর রহিম (৬৫) ও তার স্ত্রী বুলু বেগম (৫০)। আহতদের প্রথমে জীবননগর হাসপাতাল এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আস্তানার সাধু গুরু (মালিক) মুকুল হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার বিভিন্ন গ্রাম থেকে সাধু ভক্তরা এসে অনুষ্ঠান শেষে ওই আস্তানায় ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ১০/১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে আস্তানায় ঢুকে ভক্তদের এলোপাতাড়িভাবে কোপাতে থাকেন। এ সময় তাদের চিৎকারে গ্রামবাসীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এখনও কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৭ জুলাই ২০১৬/হিমেল-১০