সিরাজগঞ্জের শাহজাদপুরে আব্দুস সালাম সরকার (৫২) নামে নৌকার এক মাঝিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাতে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা বিলের মধ্যে এ ঘটনা ঘটে। রবিবার ভোরে পুলিশ ওই মাঝির লাশ উদ্ধার করে। এ সময় গুরুতর অবস্থায় মাঝির ছেলে রঞ্জু সরকারকে (২০) উদ্ধার করে পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত আব্দুস সালাম উপজেলার রতনকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, রাতে রাউতারা বিলের মধ্য দিয়ে সালাম তার ছেলেসহ নৌকা নিয়ে যাচ্ছিল। এ সময় অপর একটি নৌকা নিয়ে কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর হামলা চালিয়ে দু'জনকেই বেধড়ক পিটিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সালাম। গুরুতর আহত ছেলে রঞ্জু সরকার কোন মতে ডাঙ্গায় উঠে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী নিহতের লাশ ডাঙ্গায় এনে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভোর রাতের দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এ ঘটনার সাথে কারা জড়িত এখনো জানা যায়নি। এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ জুলাই, ২০১৬/মাহবুব