কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের বড় হাওরে নৌকাডুবিতে মাওলানা হাফিজ উদ্দিন (৫৮) নামে একটি মাদ্রাসার সুপার নিখোঁজ রয়েছেন। তিনি করিমগঞ্জ উপজেলার দারুস সালাম দাখিল মাদ্রাসার সুপার। তার বাড়ি করিমগঞ্জের ইন্দাচুল্লি গ্রামে। আজ রবিবার বেলা ১ টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর বারুক বাজার ঘাট থেকে একটি খেয়া নৌকাযোগে মাওলানা হাফিজ উদ্দিন সপরিবারে ইন্দাচুল্লি নিজ বাড়িতে যাওয়ার সময় গুনধর গ্রামের কাছে নৌকাটি ডুবে যায়। এতে পরিবারের অন্য লোকজন সাঁতরে তীরে উঠতে পারলেও হাফিজ উদ্দিনকে পাওয়া যায়নি।
রবিবার কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
বিডি প্রতিদিন/১৭ জুলাই ২০১৬/হিমেল-১৭