চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়নগর সীমান্তে বাংলাদেশি নাগরিক সুষময় মন্ডলকে (১৮) ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ।
আজ রবিবার বিকালে জয়নগর চেকপোস্ট দিয়ে তাকে ফেরত দেয় হয়। সুষময় মন্ডল রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বকচর গ্রামের শ্রী শংকর মন্ডলের ছেলে।
দর্শনা আইসিপি বিজিবি ক্যাম্পের ইনচার্জ আবু মাসুম জানান, সুষময় মন্ডল রবিবার দুপুর ১২টার দিকে সীমান্তের ৭৭ নম্বর মেইন পিলারের নিকট দিয়ে অবৈধ্যভাবে ভারতে প্রবেশ করে। এ সময় গেদে বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে আটক করে। পরে ঘটনাটি বিজিবিকে অবহিত করে তাকে ফেরত দেয় বিএসএফ । তিনি আরও জানান, সুষময় মন্ডলকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যপারে থানায় মামলা হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৭ জুলাই ২০১৬/শরীফ