খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী রামগড় উপজেলার কালাডেবা এলাকা থেকে বিবি জোহর (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে তার নিজ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় ব লে জানান রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুর রশিদ।
নিহত গৃহবধূ দুবাই প্রবাসী মো. শাহজাহানের স্ত্রী। তিনি ৭ মাসের অন্তসত্তা। এছাড়া তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে তার।
এদিকে, জোহরার স্বজনদের দাবি, শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে। বিবি জোহরার বড় ভাই জুলখার নাঈম অভিযোগ করে বলেন, ৭-৮ বছর আগে শাহজাহানের সঙ্গে বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন জোহরাকে কারণে-অকারণে নির্যাতন করতো।
কাজী হুমায়ুর রশিদ বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে।
বিডি-প্রতিদিন/১৮ জুলাই, ২০১৬/মাহবুব