বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় র্যাব, পুলিশ ও বিজিবির জঙ্গিবিরোধী বিশেষ অভিযান চলছে।
সোমবার ভোর থেকে র্যাবের নেতৃত্বে এ অভিযান শুরু হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-১২ এর ডিউটি অফিসার মো. শহিন।
তিনি বলেন, অভিযানে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এছাড়া কোনো অস্ত্র বা বিস্ফোরক উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অভিযান এখনও চলছে।
বিডি-প্রতিদিন/১৮ জুলাই, ২০১৬/মাহবুব