দিনাজপুরের বিরামপুরে নদী থেকে মো. জহরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত জহরুল ইসলাম জেলার ফুলবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের মো. শামসুউদ্দিনের ছেলে।
রবিবার বিকেল ৪টায় বিরামপুর উপজেলার গরু হাটি সংলগ্ন ছোট যমুনা শাখা নদী হতে লাশটি উদ্ধার করে পুলিশ।
বিরামপুর থানার এসআই মো. শাহ আলম জানান, বিকেল ৪টায় বিরামপুর উপজেলার গরু হাটি সংলগ্ন ছোট যমুনা শাখা নদীতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে যেতে দেখে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশটি নদী হতে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের দুলাভাই মো. স্বাধীন মন্ডল জানান, জহরুল ইসলাম সবজি ব্যবসা করতেন। ছয় মাস পূর্বে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি প্রায়ই কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। রবিবার দুপুরে তিনি একাই নদী পারাপারের সময় ভেসে যান।
বিরামপুর থানার ওসি মো. মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের পরিচয় পাওয়া গেছে। পরিবারের লোকজন এসে লাশটিকে সনাক্ত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ