নোয়াখালীতে সন্ত্রাস, নাশকতা ও উগ্রবাদ প্রতিরোধে সোমবার পুলিশ সুপারের সভাকক্ষে সাংবাদিকদের সাথে জেলা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক আবু নাছের মঞ্জু, ফুয়াদ হোসেন, জাহিদুর রহমান শামীম, শাহ এমরান সুজন, নাসির উদ্দিন বাদল, সুমন ভৌমিক প্রমুখ। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, ডিআইও ওয়ান আইনুন হক ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে সন্ত্রাস, নাশকতা ও উগ্রবাদ দমনে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। অতীতেও সাংবাদিকরা এ বিষয়ে ভূমিকা রেখেছেন। সন্ত্রাস, নাশকতা প্রতিরোধে সাংবাদিক ও সাধারণ মানুষের প্রতি পুলিশকে সহযোগিতার আহ্বান জানান এসপি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ