পটুয়াখালীর কলাপাড়ায় ২৫ পিচ ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। রবিবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে পৌরশহরের হোটেল রুবান এলাকা থেকে মো. লিমন মৃধা (৩৩), মোতালেব খান (২৫) ও শাহজাহান (৩৫) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে কলাপাড়া থানার এ এস আই হোসেন আল মামুন জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ