সাভারের জাহাঙ্গীরনগর ডেইরি গেট থেকে নবীনগর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে এ যানজটের সৃষ্টি হয়।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবুল হোসেন জানান, ঢাকা-আরিচা মহাসড়কের বিশ মাইল নামক স্থানে একটি মালবোঝাই ট্রাক বিকল হওয়ায় এ যানজটের মূল কারণ। ফলে মহাসড়কে আটকা পড়েছে কয়েকশ’ গাড়ি।
কর্তৃ্পক্ষকে খবর দেওয়া হয়েছে, আশাকরছি রেকার নিয়ে এসে ট্রাকটি সরিয়ে দ্রুত সড়কটির যান চলাচল স্বাভাবিক করা হবে।
বিডি প্রতিদিন/ ২৬ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন