নারায়ণগঞ্জের রূপগঞ্জ সীমান্তবর্তী ডেমরায় রাশেদুল ইসলাম (১৬) নামে এক কিশোর ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে।
ডেমরার দেইল্যা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা শুক্কুর আলী জানান, তার ছেলে রাশেদুল ইসলাম গত ১০ জুন প্যান্ট সেলাই করা কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে গিয়ে আর বাড়িতে ফেরেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে ডেমরা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান ওই কিশোরের বাবা।
বিডি-প্রতিদিন/২৬ জুলাই, ২০১৬/মাহবুব