পাহাড়ি ঢল ও বর্ষণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জে পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
গত ২৪ ঘন্টায় ২০ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪০ সে.মি উপ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে সিরাজগঞ্জের ৫টি উপজেলার ২৭টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলার ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। ইতোমধ্যে ১৫টি প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ২৫শ' হেক্টর ফসলী জমি নষ্ট হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
জেলা ত্রাণ ও পূর্নবাসন জানিয়েছে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলায় ২৭টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের কমপক্ষে ৪ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়াও ৬৮২টি বাড়িঘর আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩৯টি কেন্দ্রে আশ্রয় খোলা হয়েছে। ৫টি উপজেলায় ৬৫ মেট্রিক টন চাল এবং ৩ লাখ নগদ টাকা সাহায্য দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ২৬ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন