সিরাজগঞ্জর সলঙ্গায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ফেন্সিডিলসহ সুমন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ সলঙ্গার সাতটিকরি এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাস সুপারসনিতে এ তল্লাশী অভিযান চালায়।
আটক সুমন রাজশাহীর বাঘা থানার গৌরাঙ্গপুর গ্রামের শুকুর আলীর ছেলে।
হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশী চালানো হয়। এসময় ব্যাগের মধ্যে থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ সুমনকে আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ জুলাই, ২০১৬/মাহবুব