সিরাজগঞ্জের এনায়েতপুরের বন্যার পানিতে ডুবে আবু হুরায়রা (০৩) এবং ফাইমা খাতুন (০২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে এনায়েতপুর থানার খুকনীতে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশুর মধ্যে আবু হুরায়রা খুকনী গ্রামের তাঁত ব্যবসায়ী হাজী খোরশেদ আলীর ছেলে এবং ফাইমা খাতুন এইক গ্রামের তাঁত শ্রমিক ফুলচাঁন আলীর মেয়ে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মঙ্গলবার সকালে হঠাৎ খেলার সময় বাড়ির পাশের বন্যার পানিতে নেমে পড়ে গেলে অথৈই পানিতে তলিয়ে যায় তারা। তখন বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের পায়নি। পরে লাশ দুটো ভেসে উঠলে স্বজনেরা তা উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/২৬ জুলাই, ২০১৬/মাহবুব