কুমিল্লার চৌদ্দগ্রামে জঙ্গিবাদের বিরুদ্ধে অভিভাবকদের সচেতনতা বাড়াতে ছাত্রদের ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন শিক্ষকরা। উপজেলা সদরের চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এ কর্মসূচি হাতে নিয়েছেন।
জানা গেছে, মন্ত্রণালয়ের নির্দেশে শিক্ষকরা ছাত্রদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে অভিভাবকদের সচেতন করতে প্রতিদিন সন্ধ্যায় ছাত্রদের বাড়িতে যাচ্ছেন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরাও উপস্থিত থাকেন। সোমবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ কয়েকজন ছাত্রের বাসায় গিয়ে খোঁজ নেন বিদ্যালয়টির শিক্ষক নান্টু দেবনাথ, মো. লিটন, পরিচালনা কমিটির সদস্য জাকির হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, সম্প্রতি গুলশান হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা জড়িত থাকার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ছাত্রদের নিয়মিত খোঁজখবর রাখার প্রতি জোরদেন দেশের বিশিষ্টজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ