রাজশাহীর চারঘাটে ৮০০ পিস ইয়াবাসহ মাসুদ রানা (৩০) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলা সদরের থানাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাসুদ রানা নাটোরের সিংড়া উপজেলার কইগ্রাম এলাকার আবদুল খালেকের ছেলে।
চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, সকালে থানাপাড়ায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় মোটরসাইকেল নিয়ে মাসুদ রানা ওই এলাকা হয়ে যাচ্ছিলেন। তখন তার গতিরোধ করা হলে তিনি নিজেকে ‘সাংবাদিক’ হিসেবে পরিচয় দেন। কিন্তু তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার শরীর থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, মাসুদ রানার কাছ থেকে ‘উত্তরবঙ্গ নিউজ’ নামে একটি পত্রিকার মেয়াদ উত্তীর্ণ পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। আর সকালেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/ ২৬ জুলাই, ২০১৬/ আফরোজ